সংগৃহীত
নগদের ৬৪৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, নগদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ২৪জনকে আসামি করে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার মতিঝিল থানায় এ মামলা দায়ের করায় হয়। মামলা নং ০২/২০২৫। এতে নাম উল্লেখ করে বলা হয়, ১৬জন আসামি ৮জন আসামির সহায়তায় ভার্চুয়াল মুদ্রা এবং ডকুমেন্টস জালিয়াতি করে নগদের গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
মামলার বর্তমান প্রশাসককে উদ্বৃত করে বলা হয়, ৬৪৫ কোটি ৪৭ টাকা অতিরিক্ত ই মানি করে অতিরিক্ত দায় সৃষ্টি করেছে। ই মানি ইস্যু করার ক্ষমতা রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ ব্যাংকের। কিন্তু আসামিগল এই ই মানি ইস্যু করে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। দেশের অর্থনীতিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। অনাকাঙ্খিত মূল্যস্ফিতি তৈরি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৪৮৯ক/৪০৬/৪২০/৪৮৬/৪৬৯/৪৭১ ধরায় মামলা রুজু করা হয়। এই মামলার বাদী বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের যুগ্ম পরিচালক সরকার মোহাম্মদ আমির খসরু।
উল্লেখ্য, মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’-এ ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই-মানি তৈরি করা হয়েছে। এসব কারণে ২ হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব মিলছে না। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার ৫ ডিসেম্বর ডাক অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ও চুক্তিবদ্ধ পক্ষ হিসেবে ডাক বিভাগ এসব অনিয়ম/চুক্তির শর্ত লঙ্ঘন/ক্ষতিপূরণের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে বলে প্রশাসক দল মনে করে। প্রশাসকের আইনি ব্যবস্থা নেওয়ার কোনো এখতিয়ার নেই।
দুই মাস পার হলেও এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি ডাক অধিদপ্তর। এরই মধ্যে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, নগদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ২৪জনকে আসামি করে মামলা করল বাংলাদেশ ব্যাংক।
আফরোজা