ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কোরআন পড়ানোর মূলহোতা ফেরদৌস রহমান ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, গোপন খবরে ভালুকা উপজেলায় ফেরদৌসের বাড়িতে অভিযান চালায় তারা।
জিজ্ঞাসাবাদে কোরআন পোড়ানোর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে ফেরদৌস। গত ১২ই জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল ও বেশ কয়েকটি মসজিদে পোড়ানো অবস্থায় পবিত্র কোরআন শরীফ পাওয়া যায়।
এমন ঘটনার পর বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন ফেরদৌস। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র।
শিলা ইসলাম