ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

বিশ্ব ক্যান্সার দিবস

সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসূচি পালিত

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫

সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসূচি পালিত

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ঢাকায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের র‌্যালি

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মঙ্গলবার দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে উপউপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার তার বক্তব্যে ক্যান্সার প্রতিরোধে আরও সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি ক্যান্সার প্রতিরোধ ও ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও ছাত্রছাত্রীদের অধিকতর গবেষণায় মনোনিবেশ করতে বলেন। তিনি তার বক্তব্যে ওরাল ক্যান্সার প্রতিরোধে তামাক জাতীয় পণ্য বিশেষ করে তামাক পাতা, জর্দা ও সুপারি পরিহার করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটু সচেতন হলেই নারীরা স্তন ও জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করতে পারেন। তা ছাড়া সময়মতো ভ্যাকসিন নিলে জরায়ু মুখের ক্যান্সার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানে অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ, মেডিক্যাল অনকোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তার, সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জু, প্রস্থোডনটিক্সস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সহসভাপতি বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গাইনিকোলজিস্ট অধ্যাপক সায়েবা আক্তার, জাতীয় ক্যান্সার হাসপাতালের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, বিশিষ্ট গাইনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেগম রোকেয়া আনোয়ার, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জি এম আবদুস সালাম প্রমুখ। 
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নওফেল ইসলাম। এ সময় তিনি দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের পরিচিতি তুলে ধরেন। তিনি জানান, প্রতিষ্ঠানটির জন্ম হয়েছে ২০০৩ সালের ২১ মার্চ। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব হিসেবে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়েই এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি একটি ক্যান্সার হোম পরিচালনা করছে। ২০২৪-এ প্রতিষ্ঠানটি ১ হাজার ৪২০ জন রোগীকে দীর্ঘমেয়াদে চিকিৎসা সেবা প্রদান করেছে। সংবাদ সম্মেলনে দেশের ক্যান্সারের ভয়াবহতা ও ক্যান্সার চিকিৎসার বর্তমান অবস্থা তুলে ধরা হয়। বক্তারা মতামত দেন, ক্যান্সার চিকিৎসায় সকলের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।

×