ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

আদালত প্রাঙ্গণে নতুন ষড়যন্ত্রের বার্তা দিয়ে গেলেন পলক 

প্রকাশিত: ২২:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আদালত প্রাঙ্গণে নতুন ষড়যন্ত্রের বার্তা দিয়ে গেলেন পলক 

ছবিঃ সংগৃহীত।

আজ মামলার হাজিরার জন্য গাজীপুর কারাগার থেকে ঢাকায় আনা হয়েছিল সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে। আদালত থেকে ফিরে যাওয়ার সময় অঙ্গভঙ্গির মাধ্যমে পলক নতুন ষড়যন্ত্রের বার্তা দিয়ে বললেন রুখে দাঁড়ানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে তিনি কি আসলে নতুন বাংলাদেশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেছিলেন । এমন প্রশ্ন করা হলে তিনি বিড়বিড় করে কিছু একটা বলছিলেন,  তখন আশপাশ থেকে কেউ একজন বলেছিল ভাইকে একটা তসবি দেয়ার জন্য।

পলক আদালত থেকে ফিরে যাওয়ার সময় "রুখে দাঁড়ানোর" কথা বলেছিলেন। তবে, তিনি আসলে কিসের বিরুদ্ধে বা কার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছিলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে যে, তার এই বার্তা নতুন ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে "নতুন বাংলাদেশের" বিরুদ্ধে কিছু করার কথা তিনি বলতে চেয়েছিলেন।

এছাড়া, আদালত থেকে ফিরে যাওয়ার সময় পলকের পাশে কেউ একজন তসবি দেয়ার কথা বলেছিল, যা তাকে শাস্তির অঙ্গীকার বা মানসিক শক্তি অর্জন করার ইঙ্গিত হতে পারে। তবে তার বক্তব্যের সঠিক মানে এখনও স্পষ্ট হয়নি, এবং এটি রাজনৈতিক নেতাদের মধ্যে নানা আলোচনা তৈরি করেছে।

মুহাম্মদ ওমর ফারুক

×