ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

নিখোঁজের পর ফিরল সুবা, কিন্তু রয়ে গেল প্রশ্ন!

তাবিবুর রহমান

প্রকাশিত: ২২:৪১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

নিখোঁজের পর ফিরল সুবা, কিন্তু রয়ে গেল প্রশ্ন!

ছবি: সংগৃহীত

সম্প্রতি ১১ বছর বয়সী সুবার নিখোঁজ হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তার পরিবার যখন অসহায় অবস্থায় ছিল, তখন সাধারণ মানুষ মানবিকতা দেখিয়ে পোস্ট শেয়ার করে এবং সহমর্মিতা প্রকাশ করে। পরে জানা যায়, সুবা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিল, যা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।

 

এ ঘটনায় একটি পক্ষ বাল্যবিবাহকে বৈধতা দেওয়ার সুযোগ খুঁজতে পারে, যা অত্যন্ত ভুল ধারণা। ১১ বা ১২ বছর বয়স কোনোভাবেই বিবাহের উপযুক্ত সময় নয়। এটি কেবল কৈশোরের ফ্যান্টাসি ও হিতাহিত জ্ঞান হারানোর একটি দৃষ্টান্ত। তবে এর মানে এই নয় যে আমাদের সমাজে শিশু অপহরণ হয় না, ইভটিজিং বা সহিংসতার শিকার হয় না, কিংবা বাবা-মায়ের প্রতি সন্তানের দায়বদ্ধতা নেই।

সুবা ভুল করেছে, কিন্তু সমাজের উচিত তাকে আরেকটি সুযোগ দেওয়া—যাতে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তার পরিবারও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই তাদের প্রতি দয়া ও সমর্থন দেখানো জরুরি। সমাজ ও আত্মীয়দের কঠোর সমালোচনার শিকার না হয়ে, সুবা যেন ভবিষ্যতে বুঝতে পারে জীবনের সত্যিকারের অর্থ কী।

 

গতকাল যারা সুবাকে খুঁজে পেতে সাহায্য করতে চেয়েছিলেন, তারা লজ্জিত হওয়ার কিছু নেই। এটি নিছক কোনো পারিবারিক ঘটনা নয়, বরং মানবিক দায়িত্ববোধের বিষয়। একজন শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া, তার খোঁজে এগিয়ে আসা—এটাই প্রকৃত মানবতা। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় পরিবার বা ব্যক্তিগত ইতিহাস টেনে এনে মানবিক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ না করাই শ্রেয়। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়, এবং আমাদের সমাজ ও ধর্ম সেটিই শেখায়।

তাবিব

×