ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

রূপগঞ্জের মহসড়কে লেখা হলো ’শেখ হাসিনা ফিরবেই’, অপরাধীকে ধরতে পুরস্কার

প্রকাশিত: ২২:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

রূপগঞ্জের মহসড়কে লেখা হলো ’শেখ হাসিনা ফিরবেই’, অপরাধীকে ধরতে পুরস্কার

ছবি: সংগৃহীত

যে দুই যুবককে দেখা গেছে ভিডিওতে তাদেরকে ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কারের কথা বলেছেন রূপগঞ্জের নবনির্বাচিত যুগ্ন আহবায়ক।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ দেখা যাচ্ছে। যেখানে দুইজন যুবক মহাসড়কের পাশে লিখছেন শেখ হাসিনা ফিরবেই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। 

এমন চিত্র দেখার পর রূপগঞ্জের ছাত্রদলের সদস্যরা মিলে মহাসড়কের পাশে সেই লেখাগুলো মুছে দেন। 

একই সাথে তারা সেখানে বলেন, শেখ হাসিনা গত ১৫ বছর যে অত্যাচার নির্যাতন মানুষের উপর করেছে আমরা তার কোন চিহ্ন এই দেশে আর রাখবো না। 

সেখানে দাঁড়িয়ে ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে সেই দুই যুবককে ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=607900525509136&rdid=vhs8IDtXNBv8Cddd

শিলা ইসলাম

×