ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

মে মাস থেকে শুক্রবার সকালেও চলবে মেট্রোরেল: ডিএমটিসিএল

প্রকাশিত: ২১:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫

মে মাস থেকে শুক্রবার সকালেও চলবে মেট্রোরেল: ডিএমটিসিএল

ছবি : সংগৃহীত

আগামী মে মাস থেকে শুক্রবার সকালেও মেট্রোরেল চালানোর পরিকল্পনা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেলের যাত্রীসেবা আরও উন্নত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরা মেট্রোরেল ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা চেষ্টা করছি মে মাসের মধ্যে মেট্রোরেলের ফ্রিকোয়েন্সি আরও সহনীয় মাত্রায় আনা যায় কি না। উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী, মে মাসকে টার্গেট করেছি এবং আশা করছি এই সময়ের মধ্যেই সব কিছু গুছিয়ে ফেলতে পারব।”

এছাড়া, তিনি ঢাকাবাসীর উদ্দেশে বলেন, “মেট্রোরেলের পিলারে গ্রাফিতি গ্রহণযোগ্য হলেও সেখানে পোস্টার লাগানো পরিবেশের জন্য ক্ষতিকর। এটি দৃষ্টিনন্দন শহর গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সিটি কর্পোরেশন ও পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান, মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন, রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. তাওহীদুল ইসলাম, সহসভাপতি পার্থ সারথি দাস এবং নির্বাহী কমিটির সদস্য মুনিমা সুলতানা প্রমুখ।

ডিএমটিসিএল আশা করছে, নতুন এই উদ্যোগের ফলে যাত্রীসেবার মান আরও উন্নত হবে এবং ঢাকার গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

মো. মহিউদ্দিন

×