ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২০:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল

উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের ৪ সদস্য একটি প্রতিনিধি দল।মঙ্গলবার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষ করেন দলটি।

বিষয়টি নিশ্চিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ব্রিটিশ হাইকমিশনের হিউম্যান রাইটস বিষয়ক একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। তার মধ্যে যুক্তরাজ্যের মানবাধিকার দূত এবং জাতিসংঘের উপ-স্থায়ী প্রতিনিধি মিসেস এলিনর স্যান্ডার্স এর নেতৃত্বে ৪  সদস্য বিশিষ্ট দলটি রোহিঙ্গা ক্যাম্প-৯ পরিদর্শন করে বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূখী পরিকল্পনা গ্রহণ করেন।

প্রতিনিধি দলে মধ্যে ছিলেন, ব্রিটিশ হাইকমিশনার এর ব্যক্তিগত সহকারী সচিব মিলি টেট, ব্রিটিশ হাইকমিশনারের ঢাকাস্থ রাজনৈতিক সচিব ভেনেসা বিউমন্ট, ব্রিটিশ হাইকমিশনের ঢাকাস্থ মানবাধিকার উপদেষ্টা কৃষ্ণান নায়ার, ব্রিটিশ হাইকমিশনের ঢাকাস্থ মানবাধিকার প্রোগ্রাম ম্যানেজার ম্যারিলিন মৃধা।

প্রতিনিধি দলটি মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকেলপর্যন্ত রোহিঙ্গা আশ্রয়শিবিরের অবস্থান করেন। বিশেষ করে জি-১৮ ব্লকের ইউনিসেফ এর রেজিস্ট্রেশন সেন্টারেও দলটি ঘুরে দেখেন।

পরে একই ক্যাম্পের সি-১৯ ব্লকের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত আউটলেট ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন। সেখান থেকে তাঁরা ঐ ক্যাম্পের বি-৯ ব্লকে অবস্থিত ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা নারী ও কিশোরীদের (ওমেন এন্ড গার্লস সেইফ স্পেস) পরিদর্শনে যান। সেখানে তারা রোহিঙ্গা নারী ও কিশোরীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিগণ, ইউএনএইচসিআর, আইওএম, বিশ্ব খাদ্য কর্মসূচি সহ দেশি ও বিদেশি এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনারের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দলটি বিকেলে ক্যাম্প ত্যাগ করেন।

আশিক

×