ছবি : সংগৃহীত
পণ্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ চাঁদাবাজি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, সরকার এই সমস্যা সমাধানে কাজ করছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “চাঁদাবাজির জন্য বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এটি বন্ধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।”
তিনি আরও বলেন, “যদি বোরো ধানের ভালো ফলন হয়, তাহলে চাল আমদানি করার প্রয়োজন হবে না।” পাশাপাশি রমজানে বাজার স্থিতিশীল রাখতে কোল্ড স্টোরেজ ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
এ সময় তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম কিছুটা কমেছে। তবে রমজানের সময় অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকার চায় নিত্যপণ্যের দাম যেন অযৌক্তিকভাবে না বাড়ে। এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনায় কড়া নজরদারি চালালে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
মো. মহিউদ্দিন