ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত বিলিয়ন ডলার ফেরত আনতে কানাডার সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, "শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি ও ব্যবসায়ী বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে। এর একটি উল্লেখযোগ্য অংশ কানাডার টরন্টো শহরের কুখ্যাত ‘বেগমপাড়া’ এলাকায় সম্পদ কেনার মাধ্যমে পাচার হয়েছে। এটি জনগণের অর্থ, যা ফেরত আনার জন্য আমরা কানাডার সহযোগিতা চাই।"
কানাডার হাইকমিশনার অজিত সিং বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “কানাডা এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত। অন্তর্বর্তী সরকার যাদের চিহ্নিত করবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পদ জব্দ ও অর্থ ফেরত আনার পদক্ষেপ নেওয়া হবে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=fbk8QFvk4zg
আশিক