ছবিঃ সংগৃহীত।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকার কৃষি মার্কেট থেকে আরাবি ইসলাম সুবা, নামের ১১ বছর বয়সী একটি শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং তার নিখোঁজ হওয়ার পর তার পরিবার অত্যন্ত উদ্বিগ্ন ও ভেঙে পড়েছেন।
আজ নওগা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য দিলেন আরাবি ইসলাম সুবা। বলেন, বাসায় ভালো লাগছিলো না তাই চইলা আসছি। আরো বলেন, দুই বছর আগে টিকটকে পরিচয় হওয়া এক ছেলের সাথে তিনি পালিয়ে এসেছেন।
রোববার সন্ধ্যায় সুবা তার পরিবারের সঙ্গে কৃষি মার্কেট এলাকায় কিছু সময় ছিল। এরপর সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর তার বাবা-মা পুলিশে অভিযোগ করেন এবং তাদের মনের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি হয়েছে।
মুহাম্মদ ওমর ফারুক