ছবিঃ সংগৃহীত
সাদপন্থীরা আগামী বছর থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজন করতে পারবে না এমন শর্ত আরোপ করে আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্বের অনুমতি দেওয়ার প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬ থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ সিদ্ধান্তের কথা জানা গেছে।
শর্ত আরোপ করে বিশ্ব ইজতেমা আয়োজনের নির্দেশনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন সাদপন্থীদের শীর্ষ মুরুব্বিরা। সাদপন্থীদের সাফ কথা তারা কোন শর্ত আরোপ মানবেন না। জোবায়েরপন্থী বা শুরায়ে নেজাম স্বাভাবিক বিশ্ব ইজতেমা করতে পারলে সাদপন্থীরা কেন নয়? ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তারা বিশ্ব ইজতেমার আয়োজন করবেন তবে কোন মুচলেকা দিয়ে নয়। তারা বলছেন আগেরটা আগে হউক, পরেরটা পরে দেখা যাবে! এমন পরিস্থিতিতে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে।
উপসচিব আবু সাঈদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, টঙ্গীর ইজতেমা ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলীগ কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধু মাত্র ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সাদপন্থিরা বিশ্ব ইজতেমা করতে পারবেন। তবে, এর আগে গত ২৭ জানুয়ারিও এমন সিদ্ধান্ত জানিয়ে সাদ অনুসারীদের চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সময় সাদ অনুসারীরা সরকারের এমন সিদ্ধান্ত মেনে নেননি।
প্রজ্ঞাপনে, বিশ্ব ইজতেমা-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১. তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।
২. তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সা'দ সাহেবের অনুসারী)-এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪- ১৫-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।
আগামী বছর থেকে সাদপন্হীরা বিশ্ব ইজতেমা ও তাবলীগ কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না, এই শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র ১৪-১৫-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবেন।
৩. আগামী ২০ ফেব্রুয়ারি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান শুরায়ীেনেজামের নিকট হস্তান্তর করতে হবে।
ইজতেমা ময়দানে সাদপন্হীদের জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় গত ১৮ ডিসেম্বর ভোররাতে ইজতেমা ময়দানে হামলা সংঘর্ষে ৪ মুসল্লী নিহত ও শতাধিক আহতে দু'গ্রপের সংঘাত আরো ব্যাপক আকার ধারন করে। এই পরিস্থিতিতে মারমুখী অবস্থানে চলে যায় দুপক্ষই। ঘোষণা দেয়া হয় সাদপন্হীদের বিশ্ব ইজতেমা করতে না দেওয়ার।
প্রথমে ঘোষণা ছিল ৩১ জানুয়ারি থেকে ১ ও ২ ফেব্রুয়ারি শুরায়ে নেজাম বিশ্ব ইজতেমা করবে ৪ দিন বিরতি দিয়ে ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি ইজতেমা করবে সাদপন্হীরা। এদিকে সাদপন্হীরা যাতে নির্ধারিত তারিখে ইজতেমা করতে না পারে সে জন্য শুরায়ে নেজাম দুধাপে ৩১ জানুয়ারি থেকে একটানা ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা করার, এবং তা তারা এখন দুধাপে অনুষ্ঠান করছে। এসব কারনে সাদপন্হীরা ঘোষণা দেয় তারা ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার আয়োজন করবে।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে নেবে প্রশাসন। শুক্রবার পুলিশের কাছেই থাকবে মাঠের জিম্মা। শনিবার (৮ ফেব্রুয়ারি) মাওলানা সাদের অনুসারীদের কাছে ময়দান বুঝিয়ে দেয়া হবে ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের জন্য।
আশিক