ছবিঃ সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার টক শো 'জবাব চায় বাংলা'য় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জনের প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
উপস্থাপক ময়ূখের প্রশ্ন ছিলো, আপনি কঠিন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, প্রতিদিন ব্যাট করতে হয় আপনাকে শোয়েব আক্তারের মতো বোলারদের বিরুদ্ধে। বাংলাদেশ তো ভারতকে ছাড়া পারবে না, এটা বাস্তব। বাংলাদেশ কেনো ভারত বিরোধিতা করছে, আপনারা কেনো ভারত বিরোধিতা জিয়িয়ে রাখছেন।
জবাবে প্রেস সচিব বলেন, আপনাদের পত্রিকাগুলোতেই এর উত্তর আছে। ১৫ বছর বাংলাদেশের মানুষ কি চায় তা আপনাদের পত্রিকা আপনাদের জনগণ দেখেনি। তারা পুরোপুরি হাসিনা বন্দনায় ছিলো।
ময়ূখ বলেন, ভারত প্রতি বছর ১৫০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশকে, এই বছরও সেটি রাখা হয়েছে। বিভিন্ন সময় চাল-ডাল ফ্রিতে দেয়া হয়েছে।
প্রেস সচিব উত্তরে বলেন, আমরা ভারতের সাথে সমতা, মর্যাদা, ন্যায্যতার সম্পর্ক চাই। আমরা চাই ভারতের সাথে ভালো সম্পর্ক থাকুক।
রিফাত