ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার সাম্প্রতিক সৌদি সফর নিয়ে একটি ফেসবুক পোস্টে বেশ কিছু ইতিবাচক খবর জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, সৌদি আরবে তার সফর ছিল সরকারি, যেখানে মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে। এছাড়া, কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও আলোচনা করেছেন।
সৌদি সরকার আকামাহীন বাংলাদেশিদের বিষয়ে নিয়োগদাতাদের কঠোরভাবে তদারকি করবে এবং চাকরির চুক্তিপত্র আগেভাগে বাংলাদেশে পাঠানোর বিষয়টি বিবেচনায় নিয়েছে। এছাড়া, পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করার পরিকল্পনার কথাও জানিয়েছে।
ওমান সরকার সেখানে বসবাসরত সকল বাংলাদেশির বৈধতার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত নতুন কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে। কাতারও একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে।
এখন পর্যন্ত এসব প্রতিশ্রুতিই পাওয়া গেছে, তবে তা আন্তরিক মনে হয়েছে বলে উল্লেখ করেন ড. আসিফ নজরুল। তিনি জানান, বিষয়গুলোর অগ্রগতি নিশ্চিত করতে নিয়মিত ফলো-আপ করা হবে।
প্রবাসীদের কেউ কেউ তার কাছে বিমান ভাড়ার বিষয়ে অভিযোগ জানিয়েছেন। যদিও এটি তার মন্ত্রণালয়ের বিষয় নয়, তবুও তিনি বিমান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন।
এছাড়া, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাজের প্রতি অনেক প্রবাসী সন্তোষ প্রকাশ করেছেন। দূতাবাসের নিষ্ঠা ও আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে বলে তিনি জানান।
সফরে তিনি শুধুমাত্র মন্ত্রীদের সঙ্গেই নয়, বরং সৌদির ২০টি বড় চাকরিদাতা কোম্পানি এবং প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গেও বৈঠক করেছেন, যা নিয়ে তিনি পরে আরও বিস্তারিত জানাবেন।
সবশেষে, তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়েছেন।
সূত্র: https://www.facebook.com/share/1EFpL4Krjx/
জাফরান