ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

ডোনাল্ড ট্রাম্পের ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রধান উপদেষ্টাসহ ২০ উপদেষ্টার নামে বিভ্রান্তিমূলক প্রচার

প্রকাশিত: ১২:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ডোনাল্ড ট্রাম্পের ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রধান উপদেষ্টাসহ ২০ উপদেষ্টার নামে বিভ্রান্তিমূলক প্রচার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ ২০ জন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমর স্ক্যানার কী জানা গেল এই অনুসন্ধানে ।

বিশ্ব রাজনীতিতে চর্চার বিষয় এখন মার্কিন নিষেধাজ্ঞা নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের স্যাংশন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে৷ মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা সহ নানা অভিযোগে এ পর্যন্ত ২০  টিরও বেশি দেশ শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধে।

সেই ধারাবাহিকতার সূত্র ধরে বাংলাদেশ নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।যেখানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানসহ উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা এসেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে, এমনই তথ্য দিচ্ছে ভিডিওটি।

তবে বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেক রিউমর স্ক্যানার এর তদন্ত বলছে, উক্ত ভিডিও পর্যবেক্ষণে দেখা গেছে, ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এবং এই ইস্যুতে ভারতীয় যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে।

একইসঙ্গে ভিডিওটিতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি র অনলাইন সংস্করণ থেকে গত ১৬ নভেম্বর একটি প্রতিবেদন আংশিক পাঠ করা হয়। উক্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে এতে আমেরিকা প্রবাসী ভারতীয়দের বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়েও উল্লেখ আছে।তা ছাড়াও আলোচিত ভিডিওতে ডক্টর ইউনুস কে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তার উল্লেখ করা হয়েছে।

কিন্তু যাচাই করে দেখা গেছে, উক্ত টুইট বার্তাটি ডোনাল্ড ট্রাম্পের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা হয়নি। এটি তার নাম ব্যবহার করে পরিচালিত একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে। ডক্টর মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের 20 জন উপদেষ্টা কে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে কোনও কথা বলা হয়নি সেখানে।ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেননি বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কিছু অংশের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামাল এর ইউটিউব চ্যানেল কথাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কিনা, এ বিষয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। মূলত উক্ত ভিডিওটির কয়েকটি অংশ সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওতে ব্যবহার করে ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে।বিষয়টি নিয়ে নিশ্চিত হতে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট যাচাই করা হয়। কিন্তু সেখানে আলোচিত দাবির পক্ষে কোনও পোস্ট বা তথ্য মেলেনি। তা ছাড়া জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা বিশ্বস্ত সূত্রে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ড. ইউনুসসহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞার কোনও তথ্য খুঁজে পাওয়া যায়নি।

ফুয়াদ

×