ছবিঃ সংগৃহীত
পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধি নয়, জন আতঙ্ক ছিলেন তিনি, নিজেই গড়ে ছিলেন গামছা বাহিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি নিজেকে শিল্পপতি বংশের সন্তান হিসেবে পরিচিত করতেন এবং সম্পদের বিষয়ে প্রশ্ন উঠলে সেই পরিচয়ই দিতেন। তবে বাস্তবে, দলীয় সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে খাস জমি দখল, টেন্ডারবাজি ও সাগরে মাছ ধরার জেলেদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে বিপুল সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।
এলাকায় তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে, কেউ তার অবৈধ কর্মকাণ্ড নিয়ে মুখ খুলতে সাহস করত না। বিভিন্ন ব্যবসায় জড়িয়ে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ ওঠে। সরকার পতনের পরে পরিবারসহ আত্মগোপনে চলে যান এই সাবেক এমপি, তার বিরুদ্ধে দুদক করেছে দুর্নীতি মামলা।
সূত্রঃ https://www.youtube.com/watch?v=MGtRcwsNVkI&ab_channel=NTVNews
জেআই