ছবিঃ সংগৃহীত
টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে তাবলীগ জামাতের আরো এক মুসল্লী ইন্তেকাল করেছেন। তার নাম আমির হোসেন (৬৫)। গোপালগঞ্জ জেলার মোকসেদপুরে তার বাড়ি। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ ফজর ইজতেমা ময়দানে আমির হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
সোমবার গভীর রাতে ৩১ নম্বর খিত্তায় তিনি মারা যান। শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
এনিয়ে শুরায়ে নেজামের দুধাপের বিশ্ব ইজতেমায় মৃত্যু সংখ্যা দাড়াল ৯ জনে। এঁরা সবাই হৃদরোগে আক্রান্ত হয়ে এবং বার্ধক্যজনিত কারনে মারা গেছেন।
এর আগে ইজতেমায় যোগ দেয়া যে ৮ মুসল্লী মৃত্যুবরণ করেছেন তারা হলেন, নরসিংদীর মাধবদীর রংপুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মসজিদপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে ওয়াহিদ (৫০), ভোলার চরফ্যাশনের হাজী আব্দুল গফুর (৭৫), হবিগঞ্জ জেলা সদরের রমিজ উদ্দিন (৫৫), একই জেলার বাহুবল থানার ইয়াকুব আলী (৬০), খুলনা জেলার ডুমুরিয়া থানার আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার আমিরুল ইসলাম (৪৬) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার সাবেদ আলী (৭০)।
তাবলীগ জামাতের বিবদমান দু'গ্রুপ শুরায়ে নেজাম ও সাদ গ্রুপের সংঘাতে সৃষ্টি হওয়া গ্রুপিংয়ের বিশ্ব ইজতেমার আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শুরায়ে নেজামের দ্বিতীয় ধাপের ৩ দিনব্যাপী ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। কাল বুধবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা। ৮ দিন বিরতি দিয়ে আবার ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সাদ পন্হীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের কথা রয়েছে।
রবিবার প্রথম ধাপের আখেরী মোনাজাত শেষ করে শুরায়ে নেজামের তাবলীগের সাথীরা রবিবার রাতের মধ্যে ইজতেমা ময়দান ত্যাগ করলে সোমবার থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়। ইজতেমা ময়দানে সাদপন্হীদের জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় গত ১৮ ডিসেম্বর ভোররাতে ইজতেমা ময়দানে হামলা সংঘর্ষে ৪ মুসল্লী নিহত ও শতাধিক আহতে দু'গ্রপের সংঘাত আরো ব্যাপক আকার ধারন করে। এই পরিস্থিতিতে মারমুখী অবস্থানে চলে যায় দুপক্ষই। ঘোষণা দেয়া হয় সাদপন্হীদের বিশ্ব ইজতেমা করতে না দেওয়ার।
সাদপন্হীরা যাতে নির্ধারিত তারিখে ইজতেমা করতে না পারে সে জন্য শুরায়ে নেজাম দুধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিলে সাদপন্হীরাও ঘোষণা দেয় তারা ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার আয়োজন করবে। এসবের পরও শুরায়ে নেজামের এখন পর্যন্ত ঘোষণা রয়েছে সাদপন্হীরা কোনভাবেই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ১৪,১৫,১৬ ফেব্রুয়ারি ইজতেমা করতে পারবে না। শুরায়ে নেজামের এমন ঘোষণায় এখন পর্যন্ত অনিশ্চয়তায় সাদপন্হীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের।
জাফরান