ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

ময়ূখের চিন্ময় কৃষ্ণ নিয়ে প্রশ্নের যে জবাব দিলেন প্রেস সচিব!

প্রকাশিত: ১০:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ময়ূখের চিন্ময় কৃষ্ণ নিয়ে প্রশ্নের যে জবাব দিলেন প্রেস সচিব!

ছবিঃ সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার টক শো 'জবাব চায় বাংলা'য় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জনের প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।

উপস্থাপক ময়ূখের প্রশ্ন ছিলো, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কেনো আইনজীবী দাঁড়াতে পারছে না, ইস্কন সারা পৃথিবীতে ওয়েলফেয়ার অব অপারেশন্স করে, সেখানে আপনারা সেখানে ইস্কনকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, আপনারা কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না । 

জবাবে অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি বলেন,  আমি অনেকবার স্টেটমেন্ট দিয়েছি, এটা আপনার ভুল জানা। বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য কি জানতে চাইলে তিনি বলেন, ইস্কনকে ব্যান করার কোনো পরিকল্পনা নেই আমাদের, চিন্ময় কৃষ্ণর ব্যাপারটা ল এন্ড অর্ডার একটা বিষয়। আমরা বলেছি উনি ফেয়ার ট্রায়াল পাবেন।    

ময়ূখ বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলে সবচেয়ে খুশি হবে ভারত, আপনারা পিছনের দিকে গেলে আমাদের খারাপ লাগবে। 

জবাবে প্রেস সচিব বলেন, শুধু চিন্ময় কৃষ্ণের জেলে যাওয়াতে আমরা পিছিয়ে পড়লাম! ময়ূখ বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাদের নির্দিষ্ট প্লে গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে বাংলাদেশকে। আরাকান সেনা যে কোনো সময় ঢুকে পরতে পারে বাংলাদেশে। বর্ডার এড়িয়া গুলোতে মৌলবাদীরা ক্যাম্প করে রয়েছে। 

আমাদের সেনারা প্রস্তুত আছে, আমরা কাউকে বাংলাদেশের টেরিটরি ব্যবহার করতে দিবো না। বাংলাদেশকে ব্যবহার করে কেউ কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। 

 

সূত্রঃ https://youtu.be/XevNCGKoeAQ?si=UNGwgcfd9XgMlQl_

রিফাত

আরো পড়ুন  

×