ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

বিমানবন্দরে ইন্টারনেট সংযোগ না পাওয়ার কারণ জানালেন সেই ইতালীয় নাগরিক

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৬:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বিমানবন্দরে ইন্টারনেট সংযোগ না পাওয়ার কারণ জানালেন সেই ইতালীয় নাগরিক

সংবাদ সম্মেলনে ইতালিয়ান নাগরিক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘ওয়াইফাই সংযোগ করাতে না পেরে’ অ্যাপের মাধ্যমে কোনো যানবাহন ভাড়া করতে পারেননি বলে জানিয়েছেন ছিনতাইয়ের শিকার ইতালীয় নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। ফলে তিনি বিমানবন্দরের বাইরে দাঁড়ানো অচেনা এক ব্যক্তির বাইকে উঠে পড়েন, আর কিছুদূর যাওয়ার পর তিনি ছিনতাইয়ের শিকার হন।

রবিবারের ওই ঘটনার ১২ ঘণ্টা পর তানিয়ার মালামাল উদ্ধারের পাশাপাশি সেই বাইকচালকসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে আসে ডিএমপি। সেখানে ছিনতাইয়ের শিকার ইতালীয় নাগরিক তানিয়াও কথা বলেন। মালামাল উদ্ধারের ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কীভাবে ছিনতাইকারীর কবলে পড়েন, সেই বর্ণনাও দেন।

তিনি বলেন, “আমার কোনো ইন্টারনেট সংযোগ ছিল না। আমি এয়ারপোর্টের তিনটি পৃথক ওয়াইফাইতে যুক্ত হওয়ার চেষ্টা করেও সেগুলো কাজ করেনি। পরে আমি বিমানবন্দরের বাইরে বের হয়ে ওই লোকটিকে (ছিনতাইকারী বাইকচালক) পাই। সেখানে কাছাকাছি আরও ট্যাক্সি ছিল। আমি ভেবেছিলাম এগুলো মনে হয় নিবন্ধিত।

“তবে এই লোকের যে এসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি অন্যান্য ট্যাক্সি ড্রাইভারদের জিজ্ঞেস করলে তারা বলেছে এটা ঠিক আছে। এতে মনে হয়েছে তিনি এখানকার একজন ভাড়ায়চালিত বৈধ ড্রাইভার। সুতরাং একজন আগন্তুকের সন্দেহ করার কিছু ছিল না।”

বিদেশি এই নাগরিক বিমানবন্দরে ওয়াইফাই সেবা না পাওয়ার কথা বললেও শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরের ওয়াইফাই পেতে যে কারোরই একটি ওটিপির প্রয়োজন হয়। কারও বাংলাদেশি সিমকার্ড থাকলে তার ফোনে সরাসরি ওটিপি যায়। যার মাধ্যমে তারা ওয়াইফাইয়ে যুক্ত হয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

“আর যাদের বাংলাদেশের সিমকার্ড নেই তাদের ক্ষেত্রে অথেনটিকেশনের জন্য বিমানবন্দরের কোনো হেল্পডেস্ক থেকে একটি ওটিপি সংগ্রহ করতে হবে,” বলেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তবে ইতালীয় সেই নাগরিক হেল্প ডেস্কের সাহায্য নিয়েছিলেন কিনা, সেটি নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশ বলছে, বিমানবন্দরের সামনে থেকে উত্তরা পশ্চিম থানার ১৯ নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি মোটরসাইকেলে রওনা দিয়েছিলেন তানিয়া। মোটরসাইকেল চালক তাকে হোস্টেলে না নিয়ে গিয়ে ১৫ নম্বর সেক্টরের এক নম্বর মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়। সেখানে আরেকজন মিলে তার কাছ থেকে পাসপোর্ট, আইফোন, পরিচয়পত্র, ব্যাংক কার্ড, নগদ ৫০ ইউরোসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে চলে যায়।

ওই ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পর মালামাল উদ্ধারের পাশাপাশি বাইক চালক খোরশেদ আলম ও তার সহযোগী শাহিন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। মালামাল ফিরে পেয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করেন ইতালীয় ওই নাগরিক।

ডিএমপির সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিমানবন্দরে আমার মত ভ্রমণকারীদের জন্য ওয়াইফাই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা আমাদের নিরাপদে একটি গাড়ি বা বাইক ভাড়া করার ক্ষেত্রে সহায়ক হয়। তাতে করে আমরা একটি নিরাপদ অ্যাপ থেকে একটি বাইক কিংবা কোনো সাহায্যকারীকে ভাড়া করতে পারি। এটা করতে পারলে খুবই ভালো হত।”

যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ আগে থেকেই বলে আসছে, সেখানে যাত্রীদের জন্য ওয়াইফাই রয়েছে। যাত্রীদের অনেকে সেখানকার ওয়াইফাই ব্যবহারের কথাও বলেছেন।

শহীদ

×