ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

মায়ের চিকিৎসা করাতে ঢাকায় এসে কিশোরী ‘নিখোঁজ’

প্রকাশিত: ০৫:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

মায়ের চিকিৎসা করাতে ঢাকায় এসে কিশোরী ‘নিখোঁজ’

ছবি: সংগৃহীত

মায়ের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয়েছে ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবা। সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে তার গতিপথ হারিয়ে যায়। এ ঘটনায় তার বাবা ইমরান রাজীব সোমবার (০৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

জানা যায়, সুবা তার মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে বরিশাল থেকে ঢাকায় আসেন। সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সুবার বাবা একটি আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। পোস্টটি শেয়ার করে নেটিজেনরা সুবাকে খুঁজে পেতে পরিবারের সাহায্য করছেন।

সুবা তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সম্প্রতি ঢাকায় আসেন। তার মা গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করেছিলেন এবং পরে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে কেমোথেরাপি শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে, সুবা তার মায়ের সঙ্গে মোহাম্মদপুরে আত্মীয়ের বাসায় উঠেন।

রোববার সন্ধ্যায় সুবা তার ছোট ফুফাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়। কৃষি মার্কেটের প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার কাজিন একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে, পরিবারটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ একাধিক দল নিয়োগ দিয়েছে। তারা সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছে, যেন সুবার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়।

 

তাবিব

×