চিকিৎসক, রাজনীতিবিদ, কলাম লেখক, ডাঃ জাহেদ উর রহমান
চিকিৎসক, রাজনীতিবিদ, কলাম লেখক, ডাঃ জাহেদ উর রহমান বলেন, ক্ষমতায় থেকে দল তৈরি করা উদাহরণ আছে। আমি অবাক হয়ে দেখি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব অবলীলায় বিএনপিকে বলছে যে, আপনারাও তো কিংস পার্টি। আসলে বিএনপিকে এই প্রশ্ন করা ভাল হয়। বিএনপি কিংস পার্টি ক্ষমতায় থেকে দল তৈরি হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়ে দল গঠন করেছিলেন। সাফল্য বা ব্যর্থতা পরের হিসাব। তিনি করেছেন এবং সফল হয়েছেন। ঠিক তেমনি এরশাদ দল গঠন করেও সফল হয়েছেন। কিন্তু এটা কি তাহলে কিংস পার্টি হচ্ছে। ড. ইউনূস কি বলেছেন যে ছাত্রদের দল আমার দল। এই সরকারের দল। তিনি কিন্তু বলেন নি। তাহলে এখানেই আমাদের প্রশ্নের জায়গা। উনি যদি প্রকাশ্যে বলে দেন। তাহলে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবেন যে এই সরকারের সাথে তারা কিভাবে ড্রিল করবেন।
তিনি বলেন, ছাত্রদের দলের পিছনে দাঁড়ালে তখন অন্যরকম সব ইকোয়েশন হবে। এই সরকার একটা নিরপেক্ষতার কথা বলছেন। কিন্তু একই সাথে তাদের যদি কোন ফরমের সাথে জড়িত থাকেন তাহলে প্রশ্নে বিষয়। আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে এটাকে একটার ছাত্রদের আন্দোলন এবং বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন। সেইটার একটা রিফ্লেকশন তার বক্তব্যে আসে।
প্রধান উপদেষ্টা যদি ছাত্রদের পার্টির পাশে সরাসিরি দাঁড়ায় তাহলে সরকারের সাথে রাজনৈতিক দল, ছাত্রদের সাথে রাজনৈতিক মতবিরোধ সরাসরি তৈরি হবে এবং দেশে একটা বড় ধরনের মতানৈক্য তৈরি হবে। রাজনৈতিক দলগুলো মাটে নামার আশঙ্কা থেকে যাবে এবং দেশে আবার বিশৃঙ্খলা তৈরি হবে বলে আমি মনে করি।
শহীদ