ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

ড. ইউনুসের ত অহমিকা থাকবে কেন: গোলাম মাওলা

প্রকাশিত: ০৩:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ড. ইউনুসের ত অহমিকা থাকবে কেন: গোলাম মাওলা

ছবি: সংগৃহীত

দেশের একটি গণমাধ্যমের টকশোতে ডক্টর ইউনুসের এত রাগ কেন এমন মন্তব্য করেন গোলাম মাওলা। এছাড়াও প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসকে আরো মন্তব্য করেন তিনি।
 
তিনি বলেন, মানুষ যেভাবে সমালোচনা করছে। মানুষ বয়স হলে যে কোন কিছু মেনে নেয় কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার যে জেদ, সেটা খুব বেড়ে গেছে। 

এর পাশাপাশি তিনি বলেন, ৮৬ বছর বয়সী একজন মানুষের এত জেদ থাকবে কেন, তার এত অহমিকা থাকবে কেন আমি যেটা বলেছি সেটা হতেই হবে, আমি যাকে পছন্দ করি তাকেই নেব এমন কেন হতে হবে। 

এরপর এই কথার প্রেক্ষিতে তিনি আরো বলেন, আসলে একটা বিষয় হয়েছে কি যাকে দেখতে নারি তার চলন বাঁকা। জনগণের মন তুষ্ট করার জন্য যা যা দরকার পলিটিশিয়ানরা তার সবই করে। কিন্তু একি হচ্ছে ইনি যাই করছেন সব আমাদের রাগিয়ে দিচ্ছেন। তিনি যা কিছুই করছেন আমাদের বিক্ষুব্ধ করার জন্য।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=4-oivXbkfPA

শিলা ইসলাম

×