ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

‘জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে শিক্ষার্থীদের নৃত্য, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ০১:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫

‘জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে শিক্ষার্থীদের নৃত্য, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ‘জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে শিক্ষার্থীদের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও এটি ধারণ করা হয়েছিল গত ২৬ জানুয়ারি।

 

জানা গেছে, ওই দিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। দুপুরের দিকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন সাউন্ডবক্সে বিভিন্ন গান বাজছিল এবং শিক্ষার্থীরা তার তালে নাচ করছিল। একপর্যায়ে ‘জিতবে আবার নৌকা’ গানটি বাজতে শুরু করলে শিক্ষার্থীরা তাতেও নাচতে থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম জানান, বিষয়টি তার নজরে আসার পরপরই তিনি গানটি বন্ধ করে দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন। ঘটনার কারণ অনুসন্ধানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাপড়ী বাড়ইকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

তাবিব

×