ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

গণঅভ্যুত্থানের রক্তে কোনো দেবর-ভাবীর সম্পর্ক চলবে না: ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত: ০১:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

গণঅভ্যুত্থানের রক্তে কোনো দেবর-ভাবীর সম্পর্ক চলবে না: ব্যারিস্টার ফুয়াদ

ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণঅভ্যুত্থানের রক্তে কোনো দেবর-ভাবীর সম্পর্ক চলবে না।

তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যেই রাশেদ মাকসুদের (বিএসইসির চেয়ারম্যান) জায়গা হওয়ার কথা ছিল জেলখানায়, ৩৩ লাখ মানুষের অভিভাবকত্ব এই ডাকাতের হাতে আপনারা কীভাবে তুলে দিলেন?"

তিনি আরও দাবি করেন, "এটা গণমানুষের সিদ্ধান্ত হতে পারে না।"

ফুয়াদ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের উদ্দেশে বলেন, "পুঁজিবাজারের বিনিয়োগকারীদের যৌক্তিক দাবিগুলোকে উপেক্ষা করে অর্থ উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা এগুলোকে ছেলেখেলার মতো করে নাচুনি বুড়ির মতো করে খেলছেন। অর্থ উপদেষ্টাকে বলছি, নাচানাচি বন্ধ করুন। আপনাদের আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসিয়েছি, আবার দয়া করে চেয়ার থেকে নামিয়ে দিতে পারি।"

তিনি দাবি করেন, "অন্তর্বর্তী সরকার অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করুন। চোর-ডাকাতদের আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে নয়, চুরির ভিত্তিতে তাদের জেলে পাঠাতে হবে।"

ফুয়াদ আরও বলেন, "রাশেদ মাকসুদ শুধু নয়, আগের চেয়ারম্যানও পুঁজিবাজারকে লুটপাট করে শেষ করে দিয়েছেন, তাকে এখনো গ্রেফতার করা হয়নি।"

তিনি স্পষ্টভাবে জানান, "গণঅভ্যুত্থানের রক্তে কোনো দেবর-ভাবির সম্পর্ক চলবে না। গণঅভ্যুত্থানের রক্তের একটাই সম্পর্ক, সেটা হচ্ছে ন্যায্যতার সম্পর্ক, সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক, সেটা হচ্ছে বৈষম্যহীন পুঁজিবাজার গঠনের সম্পর্কে।"

ভিডিও দেখুন: ভিডিও দেখুন: https://youtu.be/IEI-myZtKAc?si=T9xbxjHCvAze2hXN

এম.কে.

×