ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা অফিসারদের পরিবারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রকাশিত: ০০:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:২০, ৪ ফেব্রুয়ারি ২০২৫

পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা অফিসারদের পরিবারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সোমবার (৩ ফেব্রুয়ারি) সেনাসদরে পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা অফিসারদের পরিবারের একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় সেনাপ্রধান শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ-খবর নেন। পরে, শহীদ পরিবারের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়।

এই দাবিগুলোর মধ্যে ছিল ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা এবং হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিদের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা।

সেনাপ্রধান শহীদ পরিবারের সদস্যদের দাবিগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং যথাসম্ভব তা বিবেচনা করার আশ্বাস দেন।

এম.কে.

×