ছবি: সংগৃহীত
পুঁজিবাজারে অস্থিরতা ও বিনিয়োগকারীদের দাবিকে উপেক্ষা করার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, "আমরা দয়া করে আপনাদের চেয়ারে বসিয়েছি, আবার দয়া করেই চেয়ার থেকে নামিয়ে দিতে পারি।"
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের যৌক্তিক দাবিকে অবহেলা করছেন। তিনি বলেন, "অর্থ উপদেষ্টাকে বলছি, নাচানাচি বন্ধ করুন। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনাদের টিকতে কষ্ট হবে।"
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, "যে রাশেদ মাকসুদের জায়গা হওয়া উচিত ছিল জেলখানায়, তাকে কীভাবে ৩৩ লাখ বিনিয়োগকারীর অভিভাবক বানানো হলো? এটা গণমানুষের সিদ্ধান্ত হতে পারে না।"
সমাবেশে উপস্থিত বিনিয়োগকারীরাও দ্রুত পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানো ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।
ভিডিও দেখুন: https://youtu.be/IEI-myZtKAc?si=T9xbxjHCvAze2hXN
এম.কে.