ছবি: সংগৃহীত
পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে ‘নাচানাচি বন্ধের’ আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, “পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হচ্ছে, অথচ অর্থ ও বাণিজ্য উপদেষ্টারা বিষয়টিকে ছেলেখেলার মতো দেখছেন।”
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) ব্যানারে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, “গণঅভ্যুত্থানের রক্তে কোনো দেবর-ভাবির সম্পর্ক চলবে না। পুঁজিবাজারের চেয়ারম্যান হিসেবে যাঁর জায়গা হওয়ার কথা ছিল জেলখানায়, তাঁকে কীভাবে ৩৩ লাখ বিনিয়োগকারীর অভিভাবক বানানো হলো? এটি জনগণের সিদ্ধান্ত হতে পারে না।”
সরকারকে হুঁশিয়ারি দিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, “আমরা আপনাদের দয়া করে চেয়ারে বসিয়েছি, আবার দয়া উইথড্র করে নামিয়ে দিতে পারি।”
সমাবেশে উপস্থিত বিনিয়োগকারীরাও সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ভিডিও দেখুন: https://youtu.be/IEI-myZtKAc?si=T9xbxjHCvAze2hXN
এম.কে.