ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

অনশন ভাঙলেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

প্রকাশিত: ২১:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

অনশন ভাঙলেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলা আমরণ অনশন অবশেষে স্থগিত করেছেন শিক্ষার্থীরা। আগামী সাত দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসে তারা অনশন ভাঙেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা আশ্বস্ত করেন যে সরকার দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি নিয়ে কার্যকর ব্যবস্থা নেবে।

পরে, অধ্যক্ষ শিপ্রা রাণী মন্ডল অনশনরত এক শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করিয়ে আনুষ্ঠানিকভাবে অনশন ভাঙানোর কার্যক্রম সম্পন্ন করেন।

আশিক

×