ছবিঃ সংগ্রহীত
ঢাকা একটি নির্দিষ্ট রোডম্যাপ অনুসরণ করে সকল রোহিঙ্গা শরণার্থীকে ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. মোমেন। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজিত সেমিনারে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে মিয়ানমারের রাখাইন প্রদেশে উগ্রপন্থী হামলার কারণে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনে ব্যাপক চেষ্টা করছে। তবে এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা, বিশেষত চীনের সাহায্য গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "চীন ইতোমধ্যে আমাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আশ্বাস দিয়েছে এবং আমাদের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করতে সম্মত হয়েছে। আমরা বিশ্বাস করি, চীনের সহযোগিতার মাধ্যমে দ্রুত এবং সুষ্ঠুভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে।"
এছাড়া, তিনি বলেন, "বাংলাদেশের অবস্থান পরিষ্কার, আমরা সব রোহিঙ্গাকে তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে চাই এবং এজন্য একটি যৌথ কৌশল প্রণয়ন করা হয়েছে।"
এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সরকার গত কয়েক বছরে বিশ্বব্যাপী রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মারিয়া