ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে অতিষ্ঠ সাধারণ মানুষ 

প্রকাশিত: ২০:০৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:১২, ৩ ফেব্রুয়ারি ২০২৫

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে অতিষ্ঠ সাধারণ মানুষ 

ছবিঃ সংগৃহীত।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, রেললাইন থেকে জনগণই তাদের তুলে দেবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস অবস্থা। তিনি যোগ করেন, এ আন্দোলনে সাধারণ মানুষও ক্ষুব্ধ এবং অতিষ্ঠ।
এছাড়া, তিনি বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে কারা জড়িত, তা আপনারা সবাই বুঝতে পারেন এবং জানেন। তবে, তার বক্তব্যের মাধ্যমে তিনি এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষের ইঙ্গিত দিতে চেয়েছেন।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তাদের সর্বশেষ পদক্ষেপ হিসেবে আজ মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন। এসময় শিক্ষার্থীরা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন, যার ফলে ট্রেনটি নির্ধারিত সময়ে চলতে পারেনি। রেলপথের উপর এ ধরনের অবরোধের কারণে যাত্রীদের মধ্যে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়। 

মুহাম্মদ ওমর ফারুক

×