ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

আদালতে কাঁদলেন কামাল মজুমদার, জানালেন হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নিতে বলেছিলেন

প্রকাশিত: ১৮:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আদালতে কাঁদলেন কামাল মজুমদার, জানালেন হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নিতে বলেছিলেন

ছবিঃ সংগ্রহীত

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঢাকার আদালতে হাজির হয়ে দাবি করেছেন যে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন এবং শেখ হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নিতে বলেছিলেন। তিনি আদালতে কাঁদতে কাঁদতে বলেন, "মিথ্যা মামলায় তাকে হয়রানি করা হচ্ছে।"

তবে, পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী তাঁর বক্তব্যের বিরোধিতা করেন এবং বলেন, কামাল রাজস্ব ফাঁকি দিয়েছেন এবং নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছেন। কামাল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনও জমি দখল করেননি এবং রাজস্ব ফাঁকি দেননি।

আজ আরও কয়েকজন রাজনৈতিক নেতাকে আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলার শুনানি চলছিল, এবং তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

তথ্যসূত্রঃ https://youtu.be/i_vdEYqm_8I?si=dl8TUHVk3TFkmjrQ

মারিয়া

×