ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

তারেক রহমানের নির্দেশনা মেনে চললেই বিএনপি ক্ষমতায় আসবে

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর

প্রকাশিত: ১৮:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

তারেক রহমানের নির্দেশনা মেনে চললেই বিএনপি ক্ষমতায় আসবে

ছবিঃ সংগ্রহীত

টঙ্গী পূর্ব থানা বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিএনপির গাজীপুর মহানগর সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেছেন, "মানুষের সেবার জন্য বিএনপির রাজনীতি। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। জনগণের সেবা করলে জনগণই বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে।" তিনি আরও বলেন, "তারেক রহমানের নির্দেশনা মেনে চললেই বিএনপি ক্ষমতায় আসতে পারবে।"

টঙ্গী পাগাড় প্রাইমারি স্কুল মাঠে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। সমাবেশের সভাপতিত্ব করেন মাহবুবুল আলম।

মারিয়া

×