
ছবিঃ সংগ্রহীত
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাবিকুল ইসলাম ওয়াজ মাহফিল নিয়ে বিরূপ মন্তব্য করায় সমালোচনার ঝড় উঠেছে স্থানীয়দের মাঝে। ১৬ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যা অনেক সাংবাদিকও পোস্ট করেছেন। এতে অনেক ফেসবুক ব্যবহারকারী বিরূপ মন্তব্য করেছেন।
এদিকে কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাবিকুল ইসলামের বক্তব্য নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাবিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু লোক আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ভিডিওটি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করায় আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"
অপরদিকে তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম বলেন, "দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাবিকুল ইসলাম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে," এমন একটি পোস্ট তিনি নিজের ফেসবুক ওয়ালে দিয়েছেন।
তবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, "ইউনিয়ন বিএনপির নেতা সাবিকুল ইসলামের যে বক্তব্য দিয়ে ওয়াজ মাহফিলকে তিনি নিরুৎসাহিত করেছেন, এটি তার ব্যক্তিগত বক্তব্য। বিএনপি এর দায়ভার নিবে না।"
ড. খন্দকার মারুফ হোসেন তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়ে বলেন, "তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সাবিকুল ইসলামের ওয়াজ মাহফিল সম্পর্কিত বক্তব্য একান্ত তার ব্যক্তিগত। এর সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই। এই ধরনের বক্তব্য অবশ্যই নিন্দনীয়।"
মারিয়া