ছবিঃ সংগ্রহীত
গত ৬ মাসের টানা সংকটের মাঝেও বাংলাদেশের তৈরি পোশাক খাত জানুয়ারি মাসে সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ঢাকা জোনের পোশাক অর্ডার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৯৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, আর চট্টগ্রাম জোনে ৪৫.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯১ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
এমনকি জানুয়ারির ২০ তারিখ থেকে চীনের হলিডে মৌসুম শুরু হওয়ার আগে বিদেশি বায়াররা বাংলাদেশে পোশাকের অর্ডার দিয়ে গেছেন। চীনে শুল্ক জটিলতা ও উৎপাদন সমস্যার কারণে বিদেশি বায়াররা বাংলাদেশকে একটি বিকল্প হিসাবে দেখছেন। এই পরিস্থিতিতে, বাংলাদেশে পোশাক উৎপাদন বাড়ানোর জন্য আগাম অর্ডার বুকিং শুরু হয়। ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকেই গার্মেন্টস ব্যবসায়ীরা আসন্ন ফল ও হলিডে মৌসুমের জন্য পোশাকের অর্ডার নিতে শুরু করেছেন, যা মার্চ-এপ্রিল মাসজুড়ে রপ্তানির জন্য প্রস্তুত হবে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চীনের তৈরি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করায় চীনের শুল্ক জটিলতা এড়াতে বিদেশি বায়াররা বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছেন বলে মনে করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা।
বাংলাদেশের গার্মেন্টস খাতের এই অগ্রগতি দেশটির অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে।
মারিয়া