ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

মহাখালীতে তিতুমীর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

প্রকাশিত: ১৬:৩১, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৫

মহাখালীতে তিতুমীর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা টানা পঞ্চম দিনের মতো মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নিয়েছেন এবং সড়ক অবরোধ করছেন।


আজ সোমবার বিকেল পৌনে চারটার দিকে ৭০-৮০ জন শিক্ষার্থীর একটি দল মিছিল নিয়ে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেয়। এই অবরোধের কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে পড়েছে।

এর আগে, সকাল ১২টার দিকে কিছু শিক্ষার্থী তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করেন, ফলে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ তারা পূর্বঘোষিত 'বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি' কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রেলপথ অবরোধের পরিকল্পনা করেছিল। তবে বিকেল ৩টা পর্যন্ত তারা মাইকিং করেও কর্মসূচিতে অংশগ্রহণকারী লোক সংখ্যা বাড়াতে পারছিল না।

রেজা

×