ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

তিতুমীর কলেজের আন্দোলনে বিপর্যস্ত জনজীবন

প্রকাশিত: ১৬:০১, ৩ ফেব্রুয়ারি ২০২৫

তিতুমীর কলেজের আন্দোলনে বিপর্যস্ত জনজীবন

ছবিঃ সংগৃহীত।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা মহাখালী-গুলশান লিংক রোড অবরোধ করে রাখেন। এই অবরোধের কারণে পুরো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, যা বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের, নারী যাত্রীদের এবং সাধারণ জনগণের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে পারছিলেন না এবং মাঝপথে আটকে পড়ে হাঁটতে বাধ্য হন। 

এ সময় কিছু যাত্রী শিক্ষার্থীদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একদিকে, শিক্ষার্থীরা তাদের দাবি সঠিকভাবে তুলে ধরতে চেয়েছিলেন, অন্যদিকে, রাস্তায় যান চলাচল বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। বিষয়টি স্থানীয় প্রশাসন এবং পুলিশের কাছে সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করেছে। এই অবরোধের সময় শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন মোটরসাইকেল চালকের বাগবিতণ্ডাও হয়। ফলে সড়কটি ব্যবহারকারীরা হাঁটতে বাধ্য হন, তবে অসুবিধার মুখে পড়েন বিশেষ করে অসুস্থ ও নারী যাত্রীরা।

শিক্ষার্থীরা সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটে মহাখালী-গুলশান লিংক রোড অবরোধ করেন। প্রথমে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও বেলা ১১টা পর্যন্ত তেমন শিক্ষার্থী উপস্থিত ছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শতাধিক শিক্ষার্থী এখানে এসে পৌঁছান এবং সড়কের উভয় পাশ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়। ফলে রিকশা, সিএনজি, মোটরসাইকেল ও বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সবশেষ গতকাল রাতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দফা দাবি ঘোষণা করা হয়েছে। দাবিগুলো হচ্ছে —

১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. শিক্ষা উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমীর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে।

৩. তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

মুহাম্মদ ওমর ফারুক

×