ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

নৌকার আদলে তৈরি বলে ভাঙা হলো নৌকা জাদুঘর, প্রশাসন চুপ

প্রকাশিত: ১৫:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২৫

নৌকার আদলে তৈরি বলে ভাঙা হলো নৌকা জাদুঘর, প্রশাসন চুপ

ছবিঃ সংগ্রহীত

বরগুনায় দেশের একমাত্র বঙ্গবন্ধু নৌকা জাদুঘরটি বিএনপি নেতা-কর্মীদের দ্বারা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর, জেলা প্রশাসক এর উদ্যোগে ৭৮ শতাংশ জমিতে নির্মাণ করা হয় এই জাদুঘরটি, যেখানে ১০০ ধরনের নৌকার প্রতিকৃতি প্রদর্শিত হতো। কিন্তু ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর, সেখানে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে।

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি সকালে, বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের সহায়তায় জাদুঘরটি ভেঙে ফেলে। তাদের দাবি ছিল যে, এই জাদুঘরটি পূর্ববর্তী সরকারের তুষ্টির জন্য তৈরি হয়েছিল। যদিও এটি জেলা প্রশাসকের কার্যালয়ের কাছেই ছিল, ঘটনাস্থলে প্রশাসনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ কিংবা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যও উপস্থিত ছিল না।

বিএনপি নেতারা বলছেন যে, পূর্বে এখানে পৌর পাঠাগার ছিল, যা ভেঙে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর তৈরি করা হয়েছিল। তারা এখন এই জায়গায় শহীদ জিয়া স্মৃতি পাঠাগার স্থাপন করতে চান। অন্যদিকে, সমালোচকরা বলছেন, ইতিহাসের একটি অংশ মুছে ফেলা কোনো সমাধান নয় এবং প্রশাসন যদি এর বিরুদ্ধে পদক্ষেপ নিত, তাহলে এমন ঘটনা ঘটতো না।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1FWcJ3iLEJ/

মারিয়া

×