ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপও শান্তি পূর্ণ হবে:গাজীপুর পুলিশ কমিশনার 

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী

প্রকাশিত: ১৩:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপও শান্তি পূর্ণ হবে:গাজীপুর পুলিশ কমিশনার 

টঙ্গীর বিশ্ব ইজেমায় গাজীপুর পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খানের প্রেসব্রিফিং

টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন, দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে আগের মতো সকল প্রস্তুতি অব্যাহত থাকবে। 

কড়া নিরাপত্তায় যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী আগের চাইতে আরো বেশি সজাগ ও সতর্ক থাকবে। বিশ্ব ইজতেমায় প্রায় সাত হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এছাড়াও বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলীগের কাজে নিয়োজিত প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবী পুলিশের সাথে, শৃঙ্খলার দায়িত্ব পালন করছে।

সোমবার টঙ্গী ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গাজীপুর পুলিশ কমিশনার। তিনি আরো বলেন, আপাত দৃষ্টিতে দেখা না গেলেও ইজতেমা ময়দানে মুসল্লী বেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠের ভেতরে সাদা পোষাকে কাজ করছে।

ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান উল্লেখ করেন, রবিবার আখেরী মোনাজাত চলাকালে ড্রোন দুর্ঘটনায় বেশ কিছু মুসল্লী আহত হয়েছেন। ড্রোনটি পাবলিকের ছিল। এখন থেকে ইজতেমা ময়দানে ড্রোন উড়াতে গেলে পুলিশ কমিশনারের অনুমতি নিতে হবে। অন্য কোন সংস্হা যেন ইজতেমা ময়দানে ড্রোন উড়াতে না পারে এবং সাবোটেজ বন্ধে ড্রোন উড়ানোয় পুলিশের পক্ষ থেকে এমন নির্দেশনা জারি করা হয়েছে।

শুরায় নেজাম জোবায়ের পন্থীদের রবিবার প্রথম ধাপ শেষে দুধাপের বিশ্ব ইজতেমা সোমবার থেকে আবার শুরু হয়েছে। বুধবার হবে আখেরি মোনাজাত। ৮ দিন বিরতি দিয়ে ১৪, ১৫, ও ১৬ ফেব্রুয়ারি সাদ পন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের কথা রায়েছে।

আফরোজা

×