ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

সালমান এফ রহমানসহ ছয়জনের দুই দিনের রিমান্ড

প্রকাশিত: ১১:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সালমান এফ রহমানসহ ছয়জনের দুই দিনের রিমান্ড

ছবিঃ সংগৃহীত

ঢাকার বাড্ডায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয়জনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রায় দেন। রিমান্ডপ্রাপ্ত অন্যরা হলেন— সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।

সকাল সোয়া ৯টায় আসামিদের কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২৪ সালের ২০ জুলাই বাড্ডার প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হাফিজুল শিকদার গুলিবিদ্ধ হন। পরে ২১ আগস্ট বাড্ডা থানায় এ মামলাটি দায়ের করা হয়।

জাফরান

×