ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

ব্যবসায়ীকে অপহরণ, ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক গ্রেপ্তার

প্রকাশিত: ০৩:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ব্যবসায়ীকে অপহরণ, ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে এস.এস. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা, রমনা থানার সাব-ইনস্পেক্টর আব্দুল কাদের।

এ মামলার মূল অভিযোগকারী ব্যবসায়ী জুলফিকার আলী গত ২১ জানুয়ারি আদালতের নির্দেশনায় ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করেন। মামলাটি নথিভুক্ত করা হয় ১৪ নম্বর হিসেবে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি ডিবি গোলাম সবুর, তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, আবু সাদেক ও তার ম্যানেজার মো. শামিম।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি আসামিরা ব্যবসায়ী জুলফিকার আলীকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে ৬ কোটি টাকা দাবি করেন। টাকা দিতে এক সপ্তাহ সময় দেওয়া হয়। পরবর্তী সময়ে আরও দুই দফায় ডিবি কার্যালয়, ধানমন্ডির ১ নম্বর রোডের ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নিয়ে নির্যাতন করা হয়।

ওই বিউটি পার্লারটি মূলত আবু সাদেকের সিন্ডিকেটের সদস্যদের আড্ডার স্থান হিসেবে ব্যবহৃত হতো। অভিযোগ রয়েছে, এখান থেকেই মনিরুজ্জামান তরুণসহ অন্য আসামিরা অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করতেন।

এছাড়া, আবু সাদেকের বিরুদ্ধে নৌপরিবহন মন্ত্রণালয়ের ড্রেজার ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগও রয়েছে। তিনি সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ হওয়ার সুযোগ নিয়ে প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ উঠেছে।

এম.কে.

×