ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

ছাত্ররা লেখাপড়ার কথা বলেনা, শুধু সরকার চালাতে চায়: এম এ আজিজ

প্রকাশিত: ০০:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্ররা লেখাপড়ার কথা বলেনা, শুধু সরকার চালাতে চায়: এম এ আজিজ

ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, বর্তমান ছাত্ররা এখন আর লেখাপড়ার কথা ভাবছে না, বরং তারা শুধুমাত্র সরকার চালানোর চেষ্টা করছে।

তিনি মন্তব্য করেন, ছাত্রদের আন্দোলন এবং তাদের রাজনৈতিক উদ্যোগ দেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে, কারণ তারা সরকারের দায়িত্ব নেওয়ার পরিবর্তে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে টার্গেট করছে।

এম এ আজিজ আরও বলেন, ছাত্ররা যদি এভাবে রাজনীতিতে ঢুকে পড়ে এবং তাদের প্রত্যাশা পূরণ না হয়, তবে ভবিষ্যতে তাদের প্রতি জনগণের আস্থা কমে যাবে।

তিনি সতর্ক করেন যে, ছাত্ররা যদি পড়াশোনার বদলে রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ে, তবে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং একটি প্রজন্মের গ্যাপ সৃষ্টি হতে পারে।

এ ছাড়া তিনি আরও উল্লেখ করেন যে, ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত, ছাত্ররা সবসময় দেশের আন্দোলনে অগ্রভাগে ছিল, কিন্তু তারা কখনো সরকারের অংশ হয়নি।

তিনি মনে করেন, ছাত্রদের এখনকার কার্যকলাপ ভবিষ্যতে দেশের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে যদি তারা সরকারের নিয়ন্ত্রণ নিতে চায়।

ভিডিও দেখুন: https://youtu.be/f6oca_P-NOw?si=dYw0oqXwFRyl8i9S

এম.কে.

×