ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

জানা গেল অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট

প্রকাশিত: ০০:২২, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:২৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

জানা গেল অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট

আমাদের ম্যান্ডেট হলো অপরাধের বিচার করা, বলে মন্তব্য করেছেন, অন্তবর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম ।

২ ফেব্রুয়ারি ( রবিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি।

পোস্টে শফিকুল আলম বলেন, গণহত্যা, হাজার হাজার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বলপূর্বক গুম এবং কয়েকশ বিলিয়ন ডলার লুটপাটের অপরাধে আওয়ামী লীগ, এর সমর্থক, দলটির প্রতি দয়াশীল এবং এর দালালদের জবাবদিহি করতে হবে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। আমাদের ম্যান্ডেট হলো এসব অপরাধের বিচার করা।

রাত ১১ টা ৪৭ মিনিটে করা পোস্টে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ হাজার ১০০ রিয়েক্ট এর সাথে ১০৪ বার শেয়ার হয়েছে।

ফুয়াদ

×