ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ: প্রেস সচিব

প্রকাশিত: ০০:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ: প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ বলে মন্তব্য করেছেন, অন্তবর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম ।

২ ফেব্রুয়ারি ( রবিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি।

শফিকুল আলম তাঁর পোস্টে জানান,অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ। শিক্ষার্থী এবং সেইসব রাজনৈতিক দল যারা শুধু জুলাই অভ্যুত্থান নয়, বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি।

রাত ১১ টা ৪৭ মিনিটে করা পোস্টে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ হাজার ১০০ রিয়েক্ট এর সাথে ১০৪ বার শেয়ার হয়েছে।

ফুয়াদ

×