ছবিঃ সংগৃহীত।
আগামীকাল, ৩ ফেব্রুয়ারি, রাজধানী ঢাকাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, যা বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে উদযাপিত হয়। সরস্বতী দেবী, যিনি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং শিল্পকলার দেবী, তাঁর আরাধনা ও পূজা করা হয় এ দিন।
প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এবছর ৩ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে এবং সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে তা শেষ হবে। ইতোমধ্যে বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঢাকায় বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে সরস্বতী পূজা সবচেয়ে বড় এবং প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এখানে প্রতি বছর অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং পূজা উদ্যাপন করেন। এ বছরও জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয়সহ হলের মাঠে প্রায় ৭০টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এবারের পূজায় জগন্নাথ হলের প্রধান আকর্ষণ হচ্ছে চারুকলার শিক্ষার্থীদের তৈরি দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। তাদের শিল্পকর্ম প্রদর্শন করা হয় যা মণ্ডপের পরিবেশকে আরও শোভিত করে তোলে। এছাড়া, পূজায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কর্মসূচি এবং পুস্পবৃষ্টি, আরতির আয়োজন থাকে যা পুরো পরিবেশকে এক অপরূপ রূপ দেয়। সরস্বতী পূজার এই উৎসব শিক্ষার্থীদের জন্য বিশেষ আনন্দের এবং এটি তাদের বিদ্যা, সৃজনশীলতা এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি কামনায় পালন করা হয়।
মুহাম্মদ ওমর ফারুক