ছবিঃ সংগৃহীত
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আল্টিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় না। রোববার (২ ফেব্রুয়ারি) এনইসি সম্মেলন কক্ষে ১৩ প্রকল্প অনুমোদন শেষে তিনি এ কথা বলেন।আল্টিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না বলে মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, আমরা দাবি দাওয়ার জন্য আসিনি। একটা সুশাসন ও সংস্কারের জন্য এসেছি। দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না
তিনি জানান, সাত কলেজ নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে, যেখানে তিতুমীর কলেজও থাকবে। তবে বিশেষ বিবেচনায় রাজশাহী কলেজকে গুরুত্ব দেওয়া হতে পারে, কারণ এটি ঐতিহ্যবাহী ও পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান।
জাফরান