ভারতের গণমাধ্যম নিউজ ১৮ বাংলা আজ ২ ফেব্রুয়ারি (রবিবার) “আফ্রিকার দেশে হঠাৎ ভেসে এল ২০টি দেহ! সকলেই বাংলাদেশি! শিউরে ওঠার মতো ঘটনা” এমন শিরোনামে সংবাদ প্রকাশ করে।প্রতিবেদন প্রকাশের পর থেকেই দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনা।
প্রতিবেদনে দাবি করা হয়, আফ্রিকার দেশ লিবিয়ায় ভয়ঙ্কর ঘটনা। লিবিয়ার ভূমধ্যসাগর তীরবর্তী একটি এলাকা থেকে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে প্রত্যেকেই শরণার্থী।
প্রতিবেদনে আরো বলা হয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গিয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের ব্রেগা তীর থেকে গত কয়েক দিনে বেশ কয়েকজন শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে”।
স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মৃতদেহ ব্রেগা তীরে ভেসে এসেছে।
যদিও এই ব্যাপারে এখনো কোন দেশীয় বা আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে নি।সরকার থেকে ও এখনো এ বিষয়ে কিছু জানানো হয় নি।
ফুয়াদ