ছবিঃ সংগৃহীত
এক সেনা কর্মকর্তার স্ত্রী, যিনি শহীদ হয়েছেন বিডিআর বিদ্রোহের সময়, গভীর শোকের মধ্যে জানালেন তার হৃদয়বিদারক অভিজ্ঞতা। তার ভাষায়, "লাল শাড়ি পরে ঢুকেছিলাম, বিধবা হয়ে বের হলাম।"
ঘটনাটি স্মরণ করে তিনি বলেন, "আমি সাইফকে সকালবেলা নাস্তা করিয়ে, ইউনিফর্ম পরিয়ে পাঠিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে, যখন তাকে দেখলাম, তার চেহারা আর আমি চিনতে পারলাম না। সাইফের পেটে চারটি গুলি ছিল। আমার চোখ ছিল শুধু তার বুক, সেই বুকটি যে আর কথা বলবে না।"
কান্নায় ভেঙে পড়া সেনা কর্মকর্তার স্ত্রী আরও বলেন, " আমি আজ কোন দাবি নিয়ে আসিনি, আমি সকল সেনাবাহিনীর শহীদ ভাইদের জন্য দোয়া চাইতে এসেছি। আমি কোনো দাবি নিয়ে আসিনি, শুধু আমার বুকের পাথরটা একটু সরাতে এসেছি।"
সাইফের স্ত্রীর কান্না থামছিল না। তার একমাত্র কামনা ছিল, শহীদদের জন্য প্রার্থনা এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি।
এই হৃদয়বিদারক গল্পের মধ্য দিয়ে, এক সাধারণ মানুষও বুঝিয়ে দিলেন যে, দেশের জন্য সর্বস্ব দিয়েও যে ত্যাগ স্বীকার করতে হয়, তা সত্যিই গভীর ও অপ্রতিরোধ্য।
মারিয়া