ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আমলা ও মিডিয়া আওয়ামী পুনর্বাসনে সমন্বিতভাবে কাজ করছে

প্রকাশিত: ১৮:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

আমলা ও মিডিয়া আওয়ামী পুনর্বাসনে সমন্বিতভাবে কাজ করছে

ছবিঃ সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। যেসব আমলারা দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে, যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে—আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, আমরা যখন এই আমলা ও এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন—আমাদের এই দায়িত্ব কে দিয়েছে? যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত কায়েম হয়েছিলো, জুলুম কায়েম হয়েছিলো, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদেরকে বলবো—আপনারা ফ্যাসিবাদের ডিকটা মুখ থেকে সড়ান। এই বিপ্লবকে হোমাসা(!) করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট।

এর আগে আরেকটি স্ট্যাটাসে হাসনাত বলেন, রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিনশেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানে মাত্র তিন দিনে আসাদ সরকারের ৩৫ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, ঠিক তেমন পরিস্থিতিতে, জুলাই গণঅভ্যুত্থান সফল হওয়ার পাঁচ মাস পরেও ফ্যাসিস্ট হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে কোনও বিচার কার্যকর করা হয়নি। তিনি দাবি করেন, বর্তমান সরকার এমন দয়ালু আচরণ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার বিলম্বিত করে, যা জুলাই গণঅভ্যুত্থানকে অপমানিত করে।

তিনি আরও লেখেন, "৫ আগস্টের গণঅভ্যুত্থান সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিপ্লবীদের হত্যা করতে বিন্দুমাত্র পিছপা হতো না। তারা নির্বিচারে গুম, খুন এবং আরেকটি গণহত্যায় লিপ্ত হতো। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শত শত মানুষের গলায় ফাঁসির দড়ি পড়ত, ক্রসফায়ারে মারা যেত অগণিত ফ্যাসিবাদবিরোধী মানুষ, এবং আয়না ঘরের অন্ধকারে ঠাঁই পেত হাজার হাজার ছাত্র-জনতা। সারাদেশে তখন নিরপরাধ মানুষের শোকের কালছায়া নেমে আসত।"

Faruk

×