ছবি : সংগৃহীত
তিতুমীর কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে তিনি বলেন, “শুধু তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে আলাদা বিশ্ববিদ্যালয় হবে না।”
ড. মাহমুদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজকে একত্রিত করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মতো গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “একটি কলেজের শিক্ষার্থীরা সময় বেঁধে দিয়ে আন্দোলন করছে, এটি সঠিক নয়।”
তিনি আরও বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকার, দাবি-দাওয়া মানতে আসিনি। কিছু সংস্কার কাজ করছি। সেখানে জনদুর্ভোগ সৃষ্টি করা যৌক্তিক নয়।”
শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আন্দোলন করা ভালো, তবে পড়ালেখাও গুরুত্বপূর্ণ। পরীক্ষা না দিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।”
শিক্ষা উপদেষ্টার এই বক্তব্যের পর, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন কীভাবে এগোয়, তা নিয়ে শিক্ষামহলে আলোচনা চলছে।
মো. মহিউদ্দিন