ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:১৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম

ছবিঃ সংগৃহীত

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজি এলপিজির দাম ধরা হয়েছে ১২৩ টাকা ১৬ পয়সা। 


বৃহস্পতিবার বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে কমিশন। কিন্তু এই দাম রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। 
প্রসঙ্গত, এর আগে ডিসেম্বর মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। জানুয়ারিতে প্রথমে অপরিবর্তিত রাখা হলেও পরে ভ্যাট পরিবর্তনের কারণে দাম বাড়ানো হয় এলপিজির।
শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। এদিকে আজ থেকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ১১৯ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে অটো গ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি এলপিজির দাম সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা আছে।


উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে।

স্বপ্না/জাফরান

×